রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে সকাল থেকে প্রদর্শনী হয়।
Advertisement
প্রতিযোগিতায় অ্যাকাডেমিক গবেষণা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন রুয়েটের মাহমুদ হাসান। প্রথম রানার আপ হিসেবে নির্বাচিত হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. জান্নাতুল ফেরদৌস এবং দ্বিতীয় রানার আপের স্থান অর্জন করেন এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাংলাদেশের আবদুল আহাদ।
সাধারণ থিম ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালিহা খান, প্রথম রানার্সআপ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইশা মালিহা ও আর দ্বিতীয় রানার্স আপের স্থান অর্জন করেন ইসলামিক ইউনিভার্সিটির মারিয়া আমিন।
ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মাঈন উদ্দিন খান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, ক্লাবের উপদেষ্টা ড. রুরাইয়াত জাহান এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আদিল হাসান চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন, গবেষণা কেবল কিতাবি বিষয় নয়। এটি গভীর আবেগ ও ভালোবাসার জায়গা। একবার গবেষণার স্বাদ পেলে, থামা যায় না। গবেষণা আমাদের চিন্তা ও উদ্ভাবন শক্তিকে প্রসারিত করে, যা ব্যক্তি ও সমাজের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।
মনির হোসেন মাহিন/আরএইচ/জেআইএম