দেশজুড়ে

থানায় সালিশে গিয়ে হত্যা মামলায় আইনজীবী গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি সালিশে গিয়ে হত্যা মামলায় জাবেদ হোসেন মনোয়ার নামে এক আইনজীবী গ্রেফতার হয়েছেন। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর আদালতের আইনজীবী।

Advertisement

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এতে তার জামিন নামঞ্জুর করে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাকে রামগঞ্জ থানা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই আইনজীবী জানায়, জাবেদের শ্বশুরবাড়ি রামগঞ্জে। জমি সংক্রান্ত বিষয়ে একটি সালিশ ছিল থানায়। সেখানে সালিশ করতে গেলে তাকে ৪ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে নিহত শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতে উঠানো হলে জামিন আবেদন করা হয়। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

Advertisement

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, একটি হত্যা মামলায় জাবেদকে থানা থেকেই গ্রেফতার করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নাফ বলেন, আফনান হত্যা মামলায় জাবেদ নামে এক আসামিকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। চার শিক্ষার্থী হত্যার ঘটনা ও পুলিশের ওপর হামলার মামলায় এ পর্যন্ত ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

Advertisement