গণমাধ্যম

তৃতীয়বার ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীর

অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন জাগোনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলম। অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন তিনি। এর আগে ২০২২ ও ২০২৩ সালে ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ডের একই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান।

Advertisement

এ উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এনডিসি) মো. শাহীন ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার। এছাড়া, দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্র‍্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অভিবাসন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলমকে জাগো নিউজে প্রকাশিত ‌‘ঘটনা বিদেশে তদন্ত হয় দেশে’, ‘ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে মানবপাচারকারীরা’ ও ‘ভালো বেতনের আশ্বাসে বিদেশে নিয়ে যৌনকর্মীর ফাঁদ’ শিরোনামের সিরিজ প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের জাহাঙ্গীরঅনলাইনে প্রথম পুরস্কার পেলেন জাগো নিউজের ইয়াসির আরাফাত ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের তন্ময় 

অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।

জাহাঙ্গীর আলম ‘রাজনীতি, প্রশাসন, বিচার, সংসদ ও নির্বাচন কমিশন’ ক্যাটাগরিতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ লাভ করেন। অভিবাসন খাতের সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২২ লাভ করেন তিনি। এছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২১ লাভ করেন। তার আগে ২০১৯ এবং ২০২০ সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া ফেলোশিপ লাভ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৮’ লাভ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির, ব্র্যাকের সহযোগী পরিচালক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম শরিফুল হাসানসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

আরএএস/কেএসআর

Advertisement