অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন জাগোনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলম। অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন তিনি। এর আগে ২০২২ ও ২০২৩ সালে ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ডের একই ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান।
Advertisement
এ উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এনডিসি) মো. শাহীন ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এইচ ই মাইকেল মিলার। এছাড়া, দেশি-বিদেশি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অভিবাসন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলমকে জাগো নিউজে প্রকাশিত ‘ঘটনা বিদেশে তদন্ত হয় দেশে’, ‘ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে মানবপাচারকারীরা’ ও ‘ভালো বেতনের আশ্বাসে বিদেশে নিয়ে যৌনকর্মীর ফাঁদ’ শিরোনামের সিরিজ প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
Advertisement
অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর নবমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।
জাহাঙ্গীর আলম ‘রাজনীতি, প্রশাসন, বিচার, সংসদ ও নির্বাচন কমিশন’ ক্যাটাগরিতে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩ লাভ করেন। অভিবাসন খাতের সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২২ লাভ করেন তিনি। এছাড়া প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২১ লাভ করেন। তার আগে ২০১৯ এবং ২০২০ সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া ফেলোশিপ লাভ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৮’ লাভ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির, ব্র্যাকের সহযোগী পরিচালক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম শরিফুল হাসানসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
আরএএস/কেএসআর
Advertisement