আন্তর্জাতিক

সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রশাসন। এই প্রশাসনকে সঠিকভাবে সরকার পরিচালনার সুযোগ দেওয়া দরকার বলে জানিয়েছে তুরস্ক।

Advertisement

একই সঙ্গে সিরিয়ার প্রশাসন যদি অনুরোধ করে তাহলে সেখানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য জানিয়েছেন।

বাশার আল-আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে ন্যাটোর সদস্যভুক্ত দেশ তুরস্ক। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধ শেষ দিকে।

শনিবার দামেস্কে পুনরায় দূতাবাস চালু করেছে তুরস্ক। এর দুদিন আগে সিরিয়ার রাজধানীতে গিয়েছিলেন দেশটির গোয়েন্দা প্রধান।

Advertisement

ইয়াসার গুলার আঙ্কারায় বলেন, সিরিয়ার নতুন প্রশাসন জানিয়েছে তারা সব সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে শ্রদ্ধা করে।

সুতরাং আমাদের দেখা দরকার সেখানের নতুন প্রশাসন কি করে এবং এজন্য তাদের সুযোগ দেওয়া দরকার।

সিরিয়ার নতুন সরকারের সঙ্গে তুরস্ক সামরিক সহযোগিতামূলক সম্পর্ক করবে কি না এমন প্রশ্নের উত্তরে গুলার বলেন, আঙ্কারার সঙ্গে অনেক দেশেরই সামরিক সহযোগিত ও প্রশিক্ষণের চুক্তি রয়েছে।

তাই সিরিয়ার নতুন সরকার যদি এ ধরনের সহযোগিতা চায় তাহলে তা দিতে প্রস্তুত তুরস্ক।

Advertisement

সূত্র: রয়টার্স

এমএসএম