‘৭১ এর ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তানীদের কাছে সারেন্ডার (আত্মসমর্পণ) করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টর্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে জেড ফোর্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান। যারা তা অস্বীকার করবে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যে কাজ মুজিবের করার কথা ছিল তা করেছেন জিয়াউর রহমান।’শেখ মুজিবুর রহমানের যা করা দরকার ছিল মুক্তিযুদ্ধের সময় তা তিনি করতে পারেননি। তিনি পাকবাহিনীর কাছে সারেন্ডার করেছেন। তাকে বাদ দিয়ে দেশ স্বাধীন হয়েছে বলেও দাবি করেন এ তিনি।শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে যে চীন ও রাশিয়ার গুলি আমাদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে সেই চীনপন্থি মন্ত্রী নামে সড়ক হয়। আসল মুক্তিযোদ্ধাদের নামে হয় না।’ইনুকে ‘ইন্দু’র মন্ত্রী আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র এই রাজনীতিবিদ বলেন, ‘যে ইনু মুজিবকে হত্যার চেষ্টা করেছে সে ইনু আজ মুজিবের মেয়ে হাসিনার মন্ত্রী। তাকে এর ফল ভোগ করতে হবে।’শেখ মুজিবের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগেরই লোকজন। তাদের স্বার্থে মুজিবের নাম ব্যবহার করেছে। হাসিনারও সবচেয়ে বড় বিপদ নিয়ে আসবে তার আশে পাশের লোক বলেন শাহ মোয়াজ্জেম হোসেন।খালেদা জিয়ার আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে বিএনপি কর্মীদের মার খাওয়া ঠিক হয়নি উল্লেখ করে বিএনপির প্রবীণ নেতা শাহ মোয়াজ্জেম বলেন, ‘সব সময় মার খেতে হয় না মাঝে মাঝে দিতে হয়।’সংগঠনের সভাপতি কে এস হোসেন টমাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
Advertisement