দেশজুড়ে

জয়পুরহাটে হাতির পিঠে চড়ে রাজকীয় বিয়ে যুবকের

মায়ের স্বপ্ন পূরণে জয়পুরহাটে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন জাকারিয়া নামের এক যুবক। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এ বিয়ে দেখতে শত শত মানুষের ঢল নামে।

Advertisement

জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের নেজামদ্দিনের ছেলে।

জাকারিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, তার বড় মা বেঁচে থাকতে অসিয়ত করেছেন যদি কখনো তাদের ছেলে সন্তান হয় তাহলে সে যেন হাতির পিঠে চড়ে বিয়ে করেন। সেই অসিয়ত বাস্তবায়ন করতে জাকারিয়া ২০ হাজার টাকায় হাতি ভাড়া করেন। হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যাওয়ার ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে শত শত মানুষ ভিড় জমায়।

তিনি আরও বলেন, হাতি ভাড়া পাওয়া খুবই কষ্টসাধ্য। অনেক খুঁজে একদিনের জন্য ২০ হাজার টাকায় হাতি ভাড়া করে আনা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী বিষয়টি খুব উপভোগ করেছেন।

Advertisement

জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া জাগো নিউজকে বলেন, জাকারিয়াদের পরিবারে ছেলে সন্তান না হওয়ায় তখন তার বাবার বড় বউ অসিয়ত করেছিলেন তাদের ছেলে সন্তান হলে বিয়েতে যেন হাতি নিয়ে করতে চায়। তাই তার বিয়ে দেওয়ার জন্য আমরা বরযাত্রী হয়ে এসেছি।

আল মামুন/আরএইচ/জিকেএস