কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। দুই বাংলাতেই গানের জন্য তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা আছে। ব্যতিক্রমী কথা ও সুরে তার গানগুলো শ্রোতাদের কেবল বিনোদনই দেয় না, ভাবনারও খোরাক দেয়।
Advertisement
প্রায়ই এই শিল্পী নানা রকম মন্তব্য করেও আলোচনায় আসেন। এবার তিনি করলেন এক বিস্ফোরক মন্তব্য। যা নিয়ে চলছে বেশ হইচই।
নিজেকে সমকামী বলে দাবি করলেন এই সংগীতশিল্পী। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়। সেখানে বলা হয়েছে, নিজের শৈশব নিয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন কবীর সুমন। গায়ক বলেন, ‘আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।’
গানের জগতে কবীর সুমন নামে পরিচিত হলেও গায়কের আসল নাম সুমন চট্টোপাধ্যায়। আপাদমস্তক একজন প্রেমিক হিসেবে নিজেকে পরিচিত করতে ভালোবাসেন তিনি। পাঁচবার বিয়ে করে পেতেছেন সংসার। তবে সত্তর পার হওয়া বয়সে আপাতত কেউ নেই তার জীবনে।
Advertisement
১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে পশ্চিমবঙ্গের মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। ১০ বছর পর কলকাতায় ফিরে সংসার পাতেন দুজনে।
শোনা যায়, নাজমাকে বিয়ে করতে নিজের ধর্মও নাকি পরিবর্তন করেন কবীর সুমন। পরবর্তীতে জার্মানে পাড়ি দেওয়ার পর সম্পর্কে চিড় ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন কবীর সুমন। তবে সুখের হয়নি সেই সংসারও।
নব্বইয়ের দশকের শেষে গায়কের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন মারিয়া। কিন্তু তার সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন তিনি। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন কবীর সুমন।
এলএ/এমএস
Advertisement