জাতীয়

মাদক-অবৈধ দ্রব্য প্রবেশরোধে কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন

কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশ রোধকল্পে সংস্কারের অংশ হিসেবে ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে। 

Advertisement

রোববার (১৫ ডিসেম্বর) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান। 

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারা কমপ্লেক্সে গত ১৪ ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে।

আরও পড়ুন ৫ জেল সুপারকে বদলি

কারাগারে আগত বন্দি, দর্শনার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে, আরপি গেটে ও মেইন ফটকে এ ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে। 

Advertisement

মো. জান্নাত-উল-ফরহাদ আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য কারাগারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সার্বিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবে।

টিটি/এসআইটি