তথ্যপ্রযুক্তি

অ্যাপল ওয়াচের স্টোরেজ খালি করবেন যেভাবে

স্মার্টওয়াচ এখন বেশ জনপ্রিয় একটি ডিভাইস। ছোট-বড়, নারী-পুরুষ সবার পছন্দের তালিকায় আছে এটি। শুধু যে সময় দেখা, কিংবা এর নানান ফিচার আকর্ষণের কারণ তা কিন্তু নয়। ফ্যাশনেও এখন স্মার্টওয়াচ যুক্ত হয়েছে। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ আছে বাজারে। তবে অ্যাপল ওয়াচের যেন কদরই আলাদা।

Advertisement

আইফোনের মতো অ্যাপলের স্মার্টওয়াচ সমান জনপ্রিয়। বেশ কয়েকটি সিরিজের অ্যাপল ওয়াচ বাজারে এনেছে সংস্থা। অনেকেই ব্যবহার করছেন নিয়মিত। তবে আইফোনের মতো অ্যাপল ওয়াচেও স্টোরেজ নিয়ে সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীদের।

আপনার অ্যাপল ওয়াচের স্টোরেজ কতটুকু তা জানতে প্রথমে সেটিংস > জেনারেল > স্টোরেজ অপশনে যান। স্টোরেজ অপশনে স্থানের পরিমাণ এবং ব্যবহৃত স্থানের পরিমাণ প্রদর্শন করে। গান, পডকাস্ট এবং ফটো সহ প্রতিটি অ্যাপ এবং কন্টেন্টের ধরন দ্বারা কতটা জায়গা নেওয়া হয়েছে তা দেখতে স্ক্রিনের নিচে সোয়াইপ করে দেখে নিতে পারবেন।

আরও পড়ুন

Advertisement

এক চার্জে ৩৩৬ ঘণ্টা চলবে এই স্মার্টওয়াচ

খুব সহজেই কিন্তু অ্যাপল ওয়াচের স্টোরেজ খালি করে নিতে পারেন। জেনে নিন উপায়-

অ্যাপস আনইনস্টল করুন

যে অ্যাপগুলো কম ব্যবহার করেন বা অপ্রয়োজনীয়, সেগুলো মুছে ফেলুন। এজন্য- আইফোন থেকে ওয়াচ অ্যাপ খুলুন। মাই ওয়াচ ট্যাবে যান। যে অ্যাপটি আনইনস্টল করতে চান সেটির নাম চাপুন। শো অ্যাপ অন অ্যাপল ওয়াচ অপশনটি বন্ধ করে দিন।

অ্যাপল ওয়াচ থেকে সরাসরি করতে চাইলে অ্যাপ স্ক্রিনে গিয়ে আনইনস্টল করতে চান এমন অ্যাপটি ট্যাপ করে ধরে রাখুন।X চিহ্নে ট্যাপ করে অ্যাপটি মুছে ফেলুন।

মিডিয়া ফাইল ডিলিট করুন

স্টোরেজে থাকা গান, পডকাস্ট বা ফটো সরিয়ে ফেলুন. গান সরিয়ে নিতে আইফোনের ওয়াচ অপশনে যান। এরপর মিউজিক ট্যাবে গিয়ে সিঙ্কড মিউজিক অপশন বন্ধ করে দিন। অন্যদিকে পডকাস্ট বন্ধ করতে আইফোনের ওয়াচ অ্যাপ খুলুন। পডকাস্ট ট্যাবে গিয়ে নির্দিষ্ট পডকাস্ট রিমুভ করুন।

Advertisement

ক্যাশ ডাটা ক্লিয়ার করতে

অ্যাপ ক্যাশ ডাটা অনেক জায়গা নিতে পারে। অ্যাপ ডিলিট করে আবার ইন্সটল করলে ক্যাশ ডাটা রিমুভ হয়।

ফ্যাক্টরি রিসেট

যদি স্টোরেজ সমস্যা ঠিক না হয়, তাহলে ফ্যাক্টরি রিসেট করতে পারেন। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে সব গুরুত্বপূর্ণ ডাটা ব্যাকআপ করে রাখুন। কারণ একবার ফ্যাক্টরি রিসেট করলে পুরোনো ডাটা আর পাবেন না। ফ্যাক্টরি রিসেট করতে অ্যাপল ওয়াচের সেটিংস > জেনারেল > রিসেট > ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস। অথবা আইফোন থেকে ওয়াচ অ্যাপ > জেনারেল > রিসেট > ইরেজ অ্যাপল ওয়াচ কন্টেন্ট অ্যান্ড সেটিংস।

আরও পড়ুন

স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডের মধ্যে পার্থক্য কী? এক চার্জে ১৬৮ ঘণ্টা চলবে এই স্মার্টওয়াচ

সূত্র: গ্যাজেট৩৬০

কেএসকে/এমএস