চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় দায়ের হওয়া মামলার আরেক আসামি রিপন দাস।
Advertisement
শনিবার চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এ জবানবন্দি দেন তিনি। রিপন দাস নগরীর চকবাজারে একটি ফার্মেসিতে কাজ করতেন। গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে রিপন দাসকে গ্রেফতার করে পুলিশ।
আলিফের ঘাড়ে দা দিয়ে উপর্যুপরি কোপ দিয়েছেন বলে জবানবন্দিতে স্বীকার করেছেন রিপন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় মোট তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে গত সোমবার মামলার প্রধান আসামি চন্দন দাশ এবং শুক্রবার রাজিব ভট্টাচার্য আদালতে জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: আইনজীবী আলিফ হত্যা: জবানবন্দি দিলেন প্রধান আসামি চন্দন
Advertisement
গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেন আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারের বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ, সোয়াট, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সেদিন কর্মস্থল আদালতপাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন চিন্ময়ের অনুসারীরা।
এমডিআইএইচ/এমএইচআর
Advertisement