বিবিধ

স্যানিটেশন কর্মীদের বর্তমান মজুরি অপর্যাপ্ত: শ্রম সচিব

সারাদেশে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা কর্মীদের সমস্যা মোকাবিলার জন্য সেফগার্ডিং স্যানিটেশন ওয়ার্কারস রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার শীর্ষক একটি জাতীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বের) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সংলাপ হয়।

Advertisement

এই সংলাপের লক্ষ্য ছিল স্যানিটেশন কর্মীদের জন্য নিরাপদ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কার্যকর আলোচনা তৈরি করা।

ফরিদপুর পৌরসভার স্যানিটেশন কর্মী মোছা. নাসিমা। সংলাপে নাসিমা তার সম্প্রদায়ের মুখোমুখি হওয়া সংগ্রামের কথা শেয়ার করেছেন। তিনি মৌলিক নিরাপত্তা সরঞ্জামের অভাবের ওপর জোর দিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, দৈনিক ১০০ টাকা মজুরি নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি স্যানিটেশন কর্মীদের বাস্তব জীবনের অসুবিধাগুলি বিবেচনা করে এই চাপের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য নীতির খসড়া তৈরি করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

Advertisement

প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, স্যানিটেশন কর্মীদের জীবন উন্নয়নে সংস্থার অঙ্গীকার সম্পর্কে কথা বলেন। তিনি জোর দেন যে এই শ্রমিকদের সংগ্রামের স্বীকৃতি শুধু মাত্র প্রথম পদক্ষেপ এবং শ্রমিকদের উদ্যোক্তা রূপান্তর করতে সক্ষম করার জন্য সমবায় ব্যবস্থার বিকাশে তাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান জোর দিয়ে বলেন যে, স্যানিটেশন শ্রমিকরা সামাজিক কল্যাণে অপরিহার্য অবদানকারী এবং তাদেরকে মর্যাদার সঙ্গে আচরণ করা উচিত।

স্যানিটেশন কর্মীদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা বর্তমান মজুরি অপর্যাপ্ত এবং পোশাক খাত ও চা খাতে সাম্প্রতিক মজুরি বৃদ্ধির সঙ্গে সমতা আনতে সংস্কারের আহ্বান জানান তিনি।

শফিকুজ্জামান আরও বলেন, প্রকৃত উন্নয়ন শুধু মাত্র অবকাঠামো সৃষ্টি বা জীবনধারার অগ্রগতিতে প্রতিফলিত হয় না। উন্নয়ন তখনই সাধিত হবে যখন নাসিমা এবং তার সম্প্রদায়ের মতো ব্যক্তিরা তাদের উপার্জনের মাধ্যমে সুখে জীবনযাপন করতে পারবেন এবং আগামী দিনের জন্য খাবারের সুরক্ষা নিয়ে আর চিন্তা করতে হবে না।

Advertisement

সংলাপে কর্মী সুরক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নের উদ্ভাবনী পদ্ধতির ওপর আলোচনা করা হয়েছে।

প্র্যাকটিকাল অ্যাকশন থেকে মারোমিতাজ ইসলাম পিংকি অনুষ্ঠানটি পরিচালনা করেন, আইটিএন-বুয়েটের প্রজেক্ট ম্যানেজার আলাউদ্দিন আহমেদ সেশন পরিচালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের হেড অফ প্রোগ্রামস তাজিন হোসেন।

এমআইএইচএস/এমএস