করপোরেট সেক্টরে অসাধারণ অবদান রাখার জন্য ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী। বর্ষসেরা প্রধান নির্বাহী ক্যাটাগরিতে (এফএমসিজি) পদক পান তিনি।
Advertisement
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে তৃতীয়বারের মতো বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৪’ অনুষ্ঠিত হয়। এসময় আহসান খান চৌধুরী ছাড়াও আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বর্ষসেরা ব্যবস্থাপনা পরিচালক ক্যাটাগরিতে (বাৎসরিক ১০০০ কোটি টাকা রেভিনিউ) পুরস্কার নেন।
আরও পড়ুন
আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বাস করি: আহসান খান চৌধুরী ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১০ সাংবাদিক সেন্টমার্টিনের প্রাণ-প্রকৃতি রক্ষায় কাজ করবে প্রাণ-আরএফএলএবার ২৪টি ক্যাটাগরিতে দেশের ২২ জন শীর্ষ করপোরেট ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩০০ ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্বরা অংশ নেন।
Advertisement
এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানান আহসান খান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি মাধ্যমে আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে প্রাণ-আরএফএল গ্রুপকে এগিয়ে নিতে আমাদের এক লাখ ৪৫ হাজারের পরিবার একসঙ্গে কাজ করবো।
এমএএইচ/এমএস