বিনোদন

স্পাইডারম্যান তারকার বড় স্বপ্নপূরণ

‌‘স্পাইডার-ম্যান’ তারকা টম হল্যান্ড আসছেন নতুন পরিচয়ে। সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি নতুন পদক্ষেপ নিচ্ছেন। ২৮ বছর বয়সী হল্যান্ড সনি পিকচার্সের সাথে তার সম্পর্ক আরও গভীর করতে চলেছেন। করেছেন একটি চুক্তি। এর মাধ্যমে তিনি নতুন প্রোডাকশন কোম্পানি ‘বিলি১৭’ -এর মাধ্যমে সিনেমা তৈরি করবেন।

Advertisement

এই কোম্পানিটি তিনি সম্প্রতি তার ভাই হ্যারি হল্যান্ড এবং প্রযোজক উইল সাউথের সাথে গঠন করেছেন।

টম তার ভাই হ্যারি এবং সাউথ ‘বার্ন্ট’ তৈরি করার পরিকল্পনা করছেন। এর চিত্রনাট্য লিখছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী নির্মাতা রডনি রথম্যান। তিনি ‘স্পাইডার-ম্যান : ইন্টো দ্য স্পাইডার-ভার্স’ ছবিরও চিত্রনাট্যকার। নতুন সিনেমায় টম হল্যান্ড অভিনয় করবেন, এমনটাই বলা হয়েছে এক প্রেস রিলিজে।

এছাড়াও বিলি১৭ সনি পিকচার্সের ট্রাইস্টার পিকচার্সের জন্য ‘দ্য রোজি প্রজেক্ট’ ও ‘দ্য উইনার’ উপন্যাস থেকে দুটি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। এগুলোতেও টমের অভিনয় দেখা যেতে পারে।

Advertisement

টম হল্যান্ড একটি বিবৃতিতে বলেছেন, ‘প্রায় এক দশক ধরে সনি পিকচার্সের সাথে আমার দারুণ এবং সফল সম্পর্ক রয়েছে। তাই তাদেরকে আমাদের প্রোডাকশন কোম্পানিটি চালু করার জন্য পারফেক্ট পার্টনার মনে হয়েছে। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল কোম্পানি করার। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত যে সেটি করতে পারলাম।’

সনি সম্প্রতি জানিয়েছে, টমের চার নম্বর ‘স্পাইডার-ম্যান’ সিনেমাটি ২০২৬ সালের ২৪ জুলাই মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করবেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।

টম হল্যান্ড ২০২১ সালে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমায় পিটার পার্কার চরিত্রে অভিনয়ের পর ২০২২ সালে ‘আনচার্টেড’ ও ‘লাস্ট কল’ নামে মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালে তিনি অ্যাপল টিভি+ সিরিজ ‘দ্য ক্রাউড রুম’- এ অভিনয় করেছেন।

তবে সামনের দিনগুলোর জন্য অনেক সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। এই বছরই ক্রিস্টোফার নোলানের আসন্ন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘স্পাইডার-ম্যান ৪’র শুটিং শুরু করবেন আগামী বছরের গ্রীষ্মে। এবার যুক্ত হচ্ছে নিজের কোম্পানির ব্যস্ততা।

Advertisement

এলএ/জিকেএস