জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা শাওমি। বাজারে আসছে চিনের টেক জায়ান্ট সংস্থা শাওমির প্রথম বৈদ্যুতিক এসইউভি ওয়াই ইউ ৭। অসংখ্য নতুন নতুন ফিচার দিয়ে সাজানো হয়েছে এই বৈদ্যুতিক গাড়িটিকে।
Advertisement
শাওমির বৈদ্যুতিক গাড়িতে চোখ ধাঁধানো ডিজাইন করা হুইল রয়েছে, আর এই হুইলের জন্যই এর সৌন্দর্য আরও ফুটে উঠেছে। এই এসইউভির পেছনে এসইউ সেভেনের মত এলইডি টেল ল্যাম্প বসানো রয়েছে, এর কারণে এই গাড়ির লুক দুর্ধর্ষ হয়ে উঠেছে। আর এতে থাকবে বেশ কিছু হাইটেক ফিচার।
আরও পড়ুন গাড়ির হেডলাইটের হাই বিম-লো বিম কখন কোনটা ব্যবহার করবেনশাওমির এই এসইউভি ওয়াই ইউ সেভেন প্রায় ৫ মিটার লম্বা এবং এটি একটি প্রিমিয়াম সেডান এবং টপ এন্ড ভ্যারিয়ান্টে ডুয়াল মোটর সেট আপ রয়েছে। শুধু তাই নয়, এই গাড়িতে ১০১ কিলোওয়াট আওয়ারের একটি বড় কিলিন ব্যাটারি রয়েছে।
এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জ দিলে মোট ৮০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। ডুয়াল মোটর সেট আপ সহ এই গাড়িতে ৬০০ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। মাত্র সাড়ে সাত ঘণ্টায় পুরোপুরি চার্জ হবে গাড়িটি। দ্রুত চার্জিং করলে ৬৫ মিনিট সময় লাগবে।
Advertisement
এই মুহূর্তে চীনের বাইরে এই গাড়িটি লঞ্চ করার পরিকল্পনা নেই শাওমি সংস্থার। চীনের বাজারে এরই মধ্যে গাড়িটি পাওয়া যাচ্ছে। কার নিউজ চায়না অনুসারে এসইউ৭-এর মূল্য ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার ইউয়ান এর মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন কত কিলোমিটার চালানোর পর গাড়ির সার্ভিসিং প্রয়োজন? গাড়িতে মরিচা ধরা রোধ করবেন যেভাবেসূত্র: কারসগাইড
কেএসকে/জিকেএস
Advertisement