জাগো জবস

শিক্ষক নিয়োগ দিচ্ছে রাজউক উত্তরা মডেল কলেজ

রাজউক উত্তরা মডেল কলেজে ‘প্রভাষক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: রাজউক উত্তরা মডেল কলেজবিভাগের নাম: রসায়ন-১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, প্রাণিবিদ্যা-১, হিসাব বিজ্ঞান-১, ব্যবস্থাপনা-১, ফিন্যান্স-১, ব্যাংকিং ও বীমা-১ এবং ইসলামিক শিক্ষা-১।

পদের নাম: প্রভাষকপদসংখ্যা: ০৮ জনশিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর অথবা চার বছরের স্নাতক ডিগ্রী। শিক্ষাজীবনে কোনো বিভাগে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় এবং ন্যূনতম দুইটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে ইংরেজিতে পাঠদানে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন: ২৫,০০০ টাকা

আরও পড়ুন ৬৫৮ জনকে নিয়োগ দেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এসএসসি পাসে ২০০ কর্মী নিয়োগ দেবে বিমান বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে এসএসসি পাস

চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারীপুরুষবয়স: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।কর্মস্থল: ঢাকা

Advertisement

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদনপত্রে মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম লিখতে হবে।

আবেদন ফি: অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ এর অনুকূলে অফেরতযোগ্য হিসেবে ৪০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

আরও পড়ুন ১১০ জন শিক্ষক নেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, ৩০ বছরেও আবেদনের সুযোগ ৫৯ জনকে নিয়োগ দেবে বিপিএটিসি, ৩৫ বছরেও আবেদনের সুযোগ

লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ বা ভাতা দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।

Advertisement

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ