বিনোদন

সন্তান কোলে নিয়ে মা হওয়ার খবর দিলেন রাধিকা

সন্তানকে কোলে নিয়ে ল্যাপটপ কাজ করছেন- এমন ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মা হওয়ার সংবাদ জানালেন বলিউড নায়িকা রাধিকা আপ্তে। তিনি সপ্তাহ খানেক আগেই মা হয়েছেন। তবে সংবাদটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শুক্রবার (১৩ ডিসেম্বর)। জানা গেছে, রাধিকা কন্যা সন্তানের মা হয়েছেন।

Advertisement

আরও পড়ুন মধুচন্দ্রিমায় অনন্ত-রাধিকা দম্পতি, প্রতিরাতের খরচ কত?  বিয়ের ১ যুগ পর সুখবর দিলেন রাধিকা 

রাধিকা অন্তঃসত্ত্বা হওয়ার সংবাদ হঠাৎ জানিয়েছিলেন। যেখানে সেলিব্রিটিরা অন্তঃসত্ত্বা হলেই ঘটা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে আনন্দের খবর ভাগ করে নেন, সেখানে এ নায়িকা অন্য পথে হেঁটেছেন।

গত ১৭ আক্টোবর হঠাৎ বেবিবাম্পসহ ছবি পোস্ট করেন রাধিকা। যদিও ক্যাপশনে নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সেই সময় কোনো কথা লেখেননি তিনি। তবে ছবি দেখেই নায়িকার অনুরাগী ও সহকর্মীরা উচ্ছ্বসিত হন।

এমএমএফ/জিকেএস

Advertisement