ভারতীয় বংশোদ্ভূত এআই বিশেষজ্ঞ সুচির বালাজিরের রহস্যজনক মৃত্যু হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায়। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতেন তিনি। ওপেনএআই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ চার বছর।
Advertisement
সম্প্রতি সংস্থার বিরুদ্ধে কথা বলেছিলেন সুচির। তার পরেই ফ্ল্যাট থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ।
২৬ বছর বয়স সুচির ওপেনএআই সংস্থায় যোগ দেন ২০২০ সালের নভেম্বরে। ২০২৪ সালের অগস্ট পর্যন্ত সেখানে গবেষক হিসেবে কাজ করেন তিনি। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি। এই চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআই।
২০১৫ সালে ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান একসঙ্গে এই সংস্থাটির সূচনা করেছিলেন। পরে ২০১৮ সালে মাস্ক ওই সংস্থা থেকে বেরিয়ে আসেন।
Advertisement
স্যান ফ্রান্সিস্কোর বুচানন স্ট্রিটের অ্যাপার্টমেন্টে থাকতেন সুচির। গত ২৬ নভেম্বর সেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবরটি প্রকাশ্যে এসেছে শনিবার।
স্যান ফ্রান্সিস্কো মুখপাত্র রবার্ট রুয়েকা জানিয়েছেন, প্রাথমিকভাবে সুচিরের মৃত্যুকে আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। কারণ প্রাথমিক তদন্তে কোনো ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি।
এর আগে ওপেনএআই-এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন সুচির। তিনি প্রকাশ্যেই দাবি করেছিলেন, তার সংস্থা কপিরাইট আইন ভঙ্গ করছে। চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ইন্টারনেটের ক্ষতি করছে বলেও দাবি করেছিলেন সুচির।
চ্যাটজিপিটি নিয়ে দেড় বছরের বেশি সময় কাজ করেছিলেন সুচির। সংস্থার বিরুদ্ধে মুখ খোলার পরেই তার রহস্যমৃত্যু নতুন জল্পনা তৈরি করেছে।
Advertisement
সূত্র: এনডিটিভি
এমএসএম