চ্যাম্পিয়ন্স লিগে গেল ১১ ডিসেম্বর ইতালিয়ান ক্লাব আটালান্টার বিপক্ষে এক গোল করে ইনজুরিতে পড়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। বাঁম ঊরুর চোটের কারণে খেলতে পারবেন না আজ শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় রায়া ভায়েকানোর বিপক্ষে ম্যাচে।
Advertisement
তবে আন্ত:মহাদেশীয় কাপ ফাইনালে এমবাপেকে পাওয়ার আশা করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। আগামী সপ্তাহে আন্ত:মহাদেশীয় কাপ খেলতে কাতার সফরে যাবে রিয়াল। দলের সঙ্গে এমবাপেও কাতার যাবেন বলে জানিয়েছেন আনচেলত্তি।
বিশ্বের ৬টি ফুটবল ফেডারেশনের গত ২০২৩-২০২৪ মৌসুমের ক্লাব চ্যাম্পিয়নদের নিয়ে এবারই প্রথম আয়োজন করা হচ্ছে আন্ত:মহাদেশীয় কাপ। ফিফার আয়োজনে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, প্লে-অফ ও ফাইনাল- এই ধাপে শেষ হবে টুর্নামেন্ট।
গেল ২২ সেপ্টেম্বর প্রথম রাউন্ডে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আরব আমিরাতের ক্লাব আল আইনের মুখোমুখি হয়েছিল ওএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি।
Advertisement
দ্বিতীয় রাউন্ডে হয়েছে দুটি ম্যাচ। ২৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে সিএএফের (কনফেডারেশন অব আফ্রিকা ফুটবল) চ্যাম্পিয়ন মিশরীয় ক্লাব আল আহলি খেলেছে প্রথম রাউন্ডের বিজয়ী দল আল আইনের বিপক্ষে।
১১ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে কোপা লিবারতোদোর্সের ব্রাজিলিয়ান ক্লাব বোতাফাগো মুখোমুখি হয়েছিল কনকাকাফের চ্যাম্পিয়ন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে।
দ্বিতীয় রাউন্ডের দুই ম্যাচের বিজয়ী আল আহলি ও পাচুকার মধ্যে প্লে-অফ খেলা হবে। আজ শনিবার রাত আটটায় কাতারে মুখোমুখি হবে দুই দল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০২৩-২০২৪ মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবে আন্ত:মহাদেশীয় কাপের ফাইনালে সরাসরি খেলবে রিয়াল। আগামী ১৮ ডিসেম্বর লস ব্লাঙ্কসদের মুখোমুখি আজকের প্লে-অফের বিজয়ী দল।
Advertisement
এই ম্যাচে এমবাপের খেলা নিয়ে গতকাল শুক্রবার আনচেলত্তি বলেন, ‘সে (এমবাপে) সফর করবে। কারণ, আমরা মনে করি, সে এই সময়ে ইনজুরি থেকে সেরে উঠতে পারবে।’
এমএইচ/এএসএম