এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অবসরের ঘোষণা পাকিস্তানের ইমাদ ওয়াসিম। প্রথম অবসর নিয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাক অলরাউন্ডার।
Advertisement
ইমাদ জানান, জাতীয় দলের খেলা থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন এক পোস্টে অবসরের ঘোষণা দেন ইমাদ। পোস্টে পাকিস্তান জাতীয় দলে খেলতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পোস্টে ইমাদ লেখেন, ‘প্রিয় ভক্ত-সমর্থকবৃন্দ: অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়।’
Advertisement
To all fans & supporters:After much thought and reflection, I have decided to retire from international cricket. Representing Pakistan on the world stage has been the greatest honor of my life, and every moment wearing the green jersey has been unforgettable.Your unwavering…
— Imad Wasim (@simadwasim) December 13, 2024ঘরোয়া ক্রিকেটে খেলার ইচ্ছে প্রকাশ করে তিনি লেখেন, ‘যখন এই অধ্যায় সমাপ্তির সময় এসেছে, আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে ভিন্ন পদ্ধতিতে আপনাদের বিনোদিত করতে পারবো বলে প্রত্যাশা করছি।’
প্রথমবার অবসর নেওয়ার পর ২০২৪ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি আসরে দুর্দান্ত পারফর্ম করেন ইমাদ। ওই্ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে প্লে-অফের তিনটি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ফ্র্যাঞ্চাইজির শিরোপা জেতায় দারুণ অবদান রাখেন ইমাদ।
ফ্র্যাঞ্চাইজিতে ভালো খেলা আশা জাগায় ইমাদের মনে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের হয়ে বড় অবদান রাখার প্রত্যাশা নিয়ে অবসর ভাঙেন তিনি।
Advertisement
কিন্তু বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেন আনপ্রেডিক্টেবলরা। ভালো করতে পারেননি ইমাদও।
বিশ্বকাপের পর আর দলে জায়গা পাননি ইমাদ। পাকিস্তানের জার্সিতে সর্বশেষ খেলেছিলেন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার হতাশ হয়ে ফের গেলেন অবসরে।
পাকিস্তানের হয়ে ৭৫ টি-টোয়েন্টি ও ৫৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন। রান করেছেন ১ হাজার ৫৪০। বল হাতে উইকেট শিকার করেছেন ১১৭টি। জাতীয় দলের হয়ে কোনো টেস্ট খেলেননি ৩৫ বয়সী এই অলরাউন্ডার।
এমএইচ/এএসএম