ফিচার

২০২৪ সালে শিশুদের করা বিস্ময়কর যত রেকর্ড

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিভিন্ন বিভাগে নারী-পুরুষরা স্থান করে নিয়েছেন। বাদ যায়নি শিশুরাও। শিশুরা তাদের প্রতিভার জোরেই জায়গা করে নিয়েছে বিশ্বসেরার তালিকায়। শিশুদের উদ্ভাবনী চিন্তা, ক্রীড়া এবং শিল্পকলায় আরও অসাধারণ রেকর্ড অন্তর্ভুক্ত হয়েছে, যা তাদের প্রতিভা এবং মনোযোগের ক্ষেত্রকে তুলে ধরেছে। গিনেস বুক শিশুদের উৎসাহিত করার একটি বড় মাধ্যম হিসেবে কাজ করছে।

Advertisement

২০২৪ সালের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে শিশুদের অনেক চমকপ্রদ কৃতিত্ব স্থান পেয়েছে। চলুন এমন কয়েকজনের কথা জেনে নেওয়া যাক-

বিশ্বের সর্বকনিষ্ঠ শিল্পীঘানার এক বছর বয়সী শিশু, এস-লিয়াম নানা স্যাম আঁকাহ, বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাত্র ছয় মাস বয়সে আঁকা শুরু করা এই শিশুটি ইতিমধ্যেই ২০টিরও বেশি চিত্রকর্ম তৈরি করেছে, যার বেশিরভাগই একটি প্রদর্শনীতে বিক্রি হয়েছে। এই অর্জন শিল্পের প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন বিশ্বের সবচেয়ে ভাগ্যবতী নারী, টাইটানিক থেকেও বেঁচে ফিরেছিলেন

সমলয় স্কেটিংয়ে রেকর্ডসুইজারল্যান্ডের ১৪ বছর বয়সী জমজ বোন, নায়েমি এবং আলেনা স্টাম্প, ইনলাইন স্কেটিং-এ এক মিনিটে সবচেয়ে বেশি সমলয় ট্রিক্স (২১টি) করার রেকর্ড গড়েছে। এই অর্জন কঠোর পরিশ্রম ও প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ।

Advertisement

বিশ্বের সবচেয়ে দীর্ঘ কিশোরকানাডার অলিভিয়ের রিওক্স, ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার জন্য স্বীকৃতি পেয়েছে। এই কিশোর তার উচ্চতা দিয়ে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইয়োগা প্রশিক্ষক প্রত্যক্ষ বিজয়ইয়োগা করে বিশ্বরেকর্ড করলেন ভারতের প্রত্যক্ষ বিজয়। মাত্র ছয় বছর বয়সে ২০০ ঘণ্টা ইয়োগা করে নাম উঠিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। সেই সঙ্গে বিজয় বিশ্বের ইয়োগা প্রশিক্ষকের খেতাবও অর্জন করেছে। মাত্র ৪ বছর বয়স থেকেই যোগব্যায়াম শুরু করেন। মাত্র কয়েক মাসেই বিজয় যোগ ব্যায়ামের কঠিন কঠিন আসনগুলো শিখে ফেলে। তার বাবা-মা সন্তানের এই ব্যাপারটি লক্ষ্য করেন। ২০২৩ সাল থেকে মাত্র ৫ বছর বয়সে প্রশিক্ষক হিসেবে যোগ দেয় বিজয়।

দর্শিক সোলঙ্কীঅসাধারণ প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে দর্শিক। মাত্র দুই বছর বয়সে, দর্শিক পৃথিবীর পতাকা এবং দেশের নামগুলো চিহ্নিত করতে শুরু করেন। তার বাবা-মা, সোলঙ্কী বিশাল এবং সোলঙ্কী প্রিয়া, কম বয়সে তার বিশেষ ক্ষমতা চিহ্নিত করে তাকে উৎসাহিত করেছিলেন। শুরুতে দর্শিক ১০-২০টি দেশের পতাকা এবং নাম চিহ্নিত করেছিল, তবে দ্রুতই এই জ্ঞান ৫০টি দেশ থেকে ১৯৫টি দেশ পর্যন্ত বিস্তৃত হয়। দুই মাসে দর্শিক শুধু পতাকা নয়, দেশের রাজধানী সম্পর্কে দক্ষতা অর্জন করেন। তার এই অসাধারণ প্রতিভাকে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস সম্মানিত করেছে।

ম্যাজিশিয়ান সিলিয়ান ওকনরআয়ারল্যান্ডের কাউন্টি মেথের ছাত্র সিলিয়ান ওকনর। মাত্র ১৫ বছর বয়সেই দক্ষ একজন ম্যাজিশিয়ান হয়ে উঠেছে সিলিয়ান। বর্তমানে এক মিনিটে (১৬ বছরের কম বয়সী) সবচেয়ে বেশি জাদু কৌশলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে সিলিয়ানের। সিলিয়ান মাত্র এক মিনিটে ২৮টি জাদুর কৌশল দেখিয়েছে, যার মধ্যে একটি কাঠি তৈরি করা এবং পেন্সিল অদৃশ্য হয়ে যাওয়াসহ অনেক কৌশল রয়েছে। এমনকি পাকা জাদুকরদেরও আতঙ্কে ফেলে দেবে এমন সব কৌশল রপ্ত করেছেন এবং দেখিয়েছেন এই রেকর্ড অনুষ্ঠানে।

আরও পড়ুন ‘ব্ল্যাক ফ্রাইডে’ সেলের পেছনের করুণ ইতিহাস জানেন কি? মিশরীয়দের হাতেই তৈরি হয় প্রথম কেক

সূত্র: গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডস

Advertisement

কেএসকে/এএসএম