রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকানের পাশে ফুটপাত থেকে অজ্ঞাতনামা (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির উদ্দিন জানান, আমরা রাতে খবর পেয়ে ঢাকা ও মাওয়া মহাসড়কে মাওয়াগামী হানিফ ফ্লাইওভারের নিচে একটি চায়ের দোকানের পাশে ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পেরেছি নিহত যুবতী ভবঘুরে প্রকৃতির ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
Advertisement
কাজী আল আমীন/এমএইচআর/এএসএম