ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৪৯ রানে থাকা অবস্থায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে গিয়েছিলো। তবে, খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ২৪ মিনিট খেলা বন্ধ থাকার পর অবশেষে আবার খেলা শুরু হয়েছে। ৭.৪ ওভারে খেলা বন্ধ করা হয়, এরপর থেকে আবার খেলা শুরু হয়।
Advertisement
এ রিপোর্ট লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮১। ২২ রানে কিসি কার্টি এবং ২৯ রানে ব্যাট করছেন শেরফানে রাদারফোর্ড।
৩২১ রান করার পর জয়ের আশা করতেই পারে যে কোনো দল। সে সঙ্গে যদি বোলাররাও দুর্দান্ত বোলিং শুরু করেন, তখন জয় প্রায় হাতের মুঠোয় চলে আসে; কিন্তু সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে টাইগারদের বোলারদের চেপে ধরার পর জয়ের স্বপ্নে বাগড়া বসিয়েছিল বৃষ্টি।
জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ক্যারিবীয়রা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খুব বেশি সুবিধা করতে পারছিলো না। এমন সময় নামে বৃষ্টি। ৭.৪ ওভারে ৪৯ রানে থাকা অবস্থায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়।
Advertisement
এর আগে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় ওপেনার ব্রেন্ডন কিংসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রান আউটের শিকার হন কিং। এ সময় তিনি করেন ১৫ রান। আরেক ওপেনার অ্যালিক আথানাজে ৭ রান করে বোল্ড হন নাসুম আহমেদের বলে। অধিনায়ক শাই হোপ ৬ বলে ৩ রান করে হাসান মাহমুদের বলে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
দিনের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে দ্রুত ২ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে টাইগাররা। ১৩৬ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। সৌম্য সরকার ৭৩ রান করে এবং মিরাজ ৭৭ রান করে আউট হন।
৬ষ্ঠ উইকেটে জুটি বেধে ১৫০ রান যোগ করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। ৮৪ রান করেন রিয়াদ এবং ৬২ রান করেন জাকের আলী অনিক।
আইএইচএস/কেএএ/
Advertisement