জাতীয়

প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ

অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ের বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে সুপারিশের পর অন্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের আবেদন করার পরামর্শ দিয়েছে এ-সংক্রান্ত গঠিত কমিটি। অন্য ক্যাডারের বঞ্চিত কর্মকর্তাদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদন করার পরামর্শ দিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement

নিয়োগ, পদোন্নতি, প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার এবং উল্লেখিত সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহীত সুপারিশ প্রণয়নের জন্য সরকার কর্তৃক গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে,‌ উল্লেখিত সময়কালে বিসিএস প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারের তৃতীয় গ্রেড এবং তদূর্ধ্ব পদে (যেসব পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশ প্রযোজ্য) কর্মরত থেকে অবসরে যাওয়া যেসব বঞ্চিত কর্মকর্তা এ কমিটির মাধ্যমে প্রতিকার পেতে চান, তাদের প্রত্যেকের বঞ্চনার ধরন ও কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের সিনিয়র সচিব/সচিবের বরাবর আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া করা হলো।

তবে কমিটির কাজ স্বল্পতম সময় ও সহজে সম্পন্ন করার সুবিধার্থে আবেদনকারী কর্মকর্তাকে এই বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত ছকে তথ্যাদি এবং নিজস্ব পিডিএসের একটি কপি সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগে সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আওয়ামী লীগ আমলে বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে গত ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করে সরকার।

Advertisement

গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) কমিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করে। কমিটি প্রতিবেদনে আওয়ামী লীগ আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা দেড় হাজার কর্মকর্তার (অবসরপ্রাপ্ত) মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতির সুপারিশ করে।

আরএমএম/কেএএ/