বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।
ফের বাংলাদেশের ঘটনা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীআমরা চাই, তারা সংখ্যালঘুদের রক্ষা করুক। সব জায়গায় সংখ্যাগুরুদের দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা করা। বাংলাদেশ নিয়ে এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এ বছর বিশ্বে ৫৪ সাংবাদিক নিহত, অধিকাংশই ইসরায়েলের হাতে২০২৪ সালে বিশ্বে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন হয়েছেন। দায়িত্বপালনকালে অথবা পেশার কারণে তাদের হত্যা করা হয়েছে। তাদের মধ্যে এক-তৃতীয়াংশই নিহত হয়েছেন ইসরায়েলের হাতে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রিপোর্টারস উইদাউট বর্ডারের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
Advertisement
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সেখানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে ত্রাণবাহী ট্রাকের সুরক্ষার দায়িত্বে থাকা ১২ নিরাপত্তারক্ষীও নিহত হয়েছেন বলে জানা গেছে।
ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন এফবিআই পরিচালকডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিসটোফার রে। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আগামী মাসে দায়িত্ব গ্রহণের পর তিনি ক্রিসটোফারকে বরখাস্ত করবেন।
গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাস করলো জাতিসংঘফিলিস্তিনের গাজায় নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার ইউএনআরডব্লিউএ’র সমর্থনেও আলাদা প্রস্তাব পাস হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে।
তাইওয়ানের আকাশসীমায় ফের চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশতাইওয়ানের আকাশসীমায় ফের অনুপ্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান। বৃহস্পতিবার তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে যে, দ্বীপ রাষ্ট্রের চারপাশে ১৬টি চীনা যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে। বেইজিং তাইপেইয়ের ওপর সামরিক চাপ জোরদার করেছে বলেও অভিযোগ করা হয়েছে।
Advertisement
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্কতা জারি করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে ভুক্তভোগী হতে পারে রুশরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার জটিল সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বায়ুদূষণের ফলে বাড়ছে নারী-পুরুষ উভয়েরই বন্ধ্যাত্বের ঝুঁকি: গবেষণাবায়ু দূষণকারীর সংস্পর্শ নারী-পুরুষ উভয়েরই বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়তে পারে। তাছাড়া বায়ুদূষণ মানুষের ডিম্বাণু, শুক্রাণু ও ভ্রূণের বিকাশের জন্য ক্ষতিকারক হয়ে উঠেতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অপরাধ করলে ১০ বছরের শিশুরাও পাবে বড়দের সমান শাস্তিঅস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে ১০ বছর বয়সী শিশুরাও যদি গুরুতর সংঘাত, হত্যা বা বাড়িতে চুরির মতো অপরাধে দোষী সাব্যস্ত হয়, তাহলে প্রাপ্তবয়স্কদের মতোই কঠোর শাস্তি পাবে। সম্প্রতি কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধের কারণে জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে এমন কঠোর এই শাস্তির বিধান পাস করেছে কুইন্সল্যান্ড রাজ্য সরকার।
এসএএইচ/জেআইএম