আইন-আদালত

সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন চেম্বারে স্থগিত

 

রাজধানীর মিরপুরে সিয়াম সরদার (১৭) হত্যা মামলায় সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

Advertisement

রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন।

এর আগে, গত রোববার (৮ ডিসেম্বর) সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন মঞ্জুর করে আদেশ দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

Advertisement

আরও পড়ুনচিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনতে ফের আবেদনগণহত্যার তথ্য গোপন করতে ইন্টারনেট বন্ধ করেছিলেন পলক

এরপর ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বিষয়ে আজ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানি হয়।

এ মামলায় গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সিয়াম সরদার মিরপুরের এক হোটেলে চাকরি করতেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডিউটি শেষে বাসায় ফেরার পথে মিরপুর-১০ নম্বরে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তার বাবা সোহাগ সরদার বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করা হয়।

Advertisement

এফএইচ/কেএসআর/জেআইএম