দেশজুড়ে

কন্যা সন্তানের বাবা হলেন মাগুরার শহীদ মেহেদী হাসান

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির স্ত্রী কানিজ ফাতেমা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

Advertisement

বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের ল্যাব সিটি মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি।

গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে শহীদ হন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি (৩৪)। তিনি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

শহীদ রাব্বির স্ত্রী কানিজ ফাতেমা রুমি বলেন, ‘আমি দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমি যেন আমার স্বামীর আদর্শে আমার বাচ্চাকে মানুষ করতে পারি।’

Advertisement

স্বামীর বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘কার কাছে বিচার চাইবো? পুলিশ প্রটেকশন দিয়ে আওয়ামী লীগ দিয়ে আমার স্বামীকে হত্যা করিয়েছে। অথচ এখন পর্যন্ত পুলিশ একজন খুনিকে গ্রেফতার করতে পারলো না। এর আর কী বিচার হবে? বিচার হলে চার মাসে বিচার হতো। সরকার যদি এর বিচার না করতে পারে, তাহলে আমার কাছে তারা স্বীকার করুক যে তারা ব্যর্থ। তারপর আমি আল্লাহর কাছে ছেড়ে দেবো। আল্লাহ পাক যেন এর বিচার করে।’

রাব্বির মা সালেহা বেগম বলেন, ‘সন্তান গর্ভে আসার পর আমার ছেলের খুব শখ ছিল তার সন্তানকে নিয়ে ঘুরে বেড়াবে, বিভিন্ন কিছু কিনে দেবে। আজ সন্তান দুনিয়ায় এসেছে কিন্তু আমার ছেলে এ দুনিয়া থেকে চলে গেলো।’

মেহেদী হাসান রাব্বির ঘটনায় তার ভাই ইউনুস আলী বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাবেক দুই এমপি সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীর নামে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে।

এসআর/জেআইএম

Advertisement