প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিদেশে বাংলাদেশ মিশনে ০৪টি পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
Advertisement
প্রতিষ্ঠানের নাম: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়বোর্ডের নাম: বাংলাদেশ মিশন
পদের বিবরণ
চাকরির ধরন: স্থায়ীপ্রার্থীর ধরন: নারী-পুরুষকর্মস্থল: মালয়েশিয়া (কুয়ালালামপুর), ওমান (মাস্কাট), সৌদি আরব (রিয়াদ), কুয়েত (কুয়েত সিটি), লিবিয়া (ত্রিপলি), সৌদি আরব (জেদ্দা), সিঙ্গাপুর, ইতালি (মিলান), কাতার (দোহা), গ্রিস (এথেন্স), রাশিয়া (মস্কো), সুইজারল্যান্ড (জেনেভা), মিসর (কায়রো), সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি), অস্ট্রেলিয়া (ক্যানবেরা), মালদ্বীপ (মালে), স্পেন (মাদ্রিদ), থাইল্যান্ড (ব্যাংকক) এবং সৌদি আরব (জেদ্দা)।
Advertisement
আবেদনের ঠিকানা: সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০। শুধুমাত্র বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন ১১০ জন শিক্ষক নেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নৌবাহিনীতে কমিশন্ড অফিসার নিয়োগ, ৩০ বছরেও আবেদনের সুযোগ ৫৯ জনকে নিয়োগ দেবে বিপিএটিসি, ৩৫ বছরেও আবেদনের সুযোগআবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
এমআইএইচ
Advertisement