বাজে বলে আউট হওয়ার রীতি থেকে যেন বেরই হতে পারেন না বাংলাদেশের ব্যাটাররা। দিনের পর দিন তারা খেলছেন, শিখছেন যৎসামান্যই।
Advertisement
সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনেও যাচ্ছেতাই শুরু হয়েছে বাংলাদেশের।
ওয়ার্নার পার্কে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আলজেরি জোসেফের প্রথম ওভারেই ক্যাচ দিয়েছিলেন সৌম্য সরকার। ব্রান্ডন কিং স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন। শূন্য রানে জীবন পান সৌম্য।
তবে জোসেফের পরের ওভারে পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন তানজিদ হাসান তামিম। ৫ বলে শূন্য করেই সাজঘরে ফেরেন এই ওপেনার।
Advertisement
এক বল পর লিটন দাসও উইকেট বিলিয়ে দিয়ে আসেন, অনেক বাইরে বলে শট খেলতে গিয়ে এজ হয়ে স্লিপে ধরা পড়েন ২ বলে ০ করে। ৯ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। সৌম্য ৮ আর মেহেদী হাসান মিরাজ ০ রানে অপরাজিত আছেন।
এমএমআর/জেআইএম
Advertisement