জাতীয়

সিঙ্গাপুরের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

সিঙ্গাপুরের টেকসই উন্নয়ন ও পরিবেশ এবং বাণিজ্য বিষয়কমন্ত্রী গ্রেস ফু জানিয়েছেন, সিঙ্গাপুরের অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী।

Advertisement

১১ ডিসেম্বর (বুধবার) সিঙ্গাপুরে তার দপ্তরে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

"সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি সম্ভাবনায় বিশ্বাস করি, ফু তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তায় উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানায়।

Advertisement

ফু আরও বলেন, সিঙ্গাপুরের অনেক কোম্পানি এরই মধ্যে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে বা বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে অবকাঠামো ও লজিস্টিকস খাতে। সিঙ্গাপুর সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলোকে সব সময় সমর্থন দিয়ে যাবে। আমি আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার জন্য এবং আমাদের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির উপায় খুঁজে বের করার জন্য উদগ্রীব।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ১৯৭২ সাল থেকে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।

এমইউ/এমএইচআর/জেআইএম

Advertisement