স্বাধীনতা উত্তর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফরহাদ রেজা এক লড়াকু অলরাউন্ডারের নাম। জাতীয় দলের হয়ে নিজের মেধা ও প্রতিভার সাক্ষর রাখতে না পারলেও ঢাকার ক্লাব ক্রিকেট এবং জাতীয় লিগ ও বিপিএলে বহুবার ফরহাদ রেজা রেখেছেন দক্ষতার ছাপ। তিনি রাজশাহীর অগনিত সাফল্যের নায়ক, রুপকার ও স্থপতি।
Advertisement
এই তো সেদিন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ফরহাদ রেজা। ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আজ বৃহস্পতিবার ন্যাশনাল লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর জয়ের নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন ফরহাদ রেজা। কিন্তু একদম জয়ের খুব কাছে গিয়েও তিনি পারেননি।
ঢাকা মেট্রোর বিপক্ষে শেষ ওভারে রাজশাহীর জয়ের জন্য দরকার ছিল মাত্র ৯ রানের। স্ট্রাইকে ছিলেন ফরহাদ রেজা। এ অভিজ্ঞ ও পরিণত যোদ্ধা ঢাকা মেট্রোর মিডিয়াম পেসার শহিদুল ইসলামের প্রথম ৩ বলে কোনো রানই করতে পারেননি। পরে চতুর্থ বলে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে ফিরেন। আর তাতেই স্মরণীয় জয়ের সম্ভাবনা উবে যায় রাজশাহীর। পরের ২ বল থেকেও কোন রান দেননি শহিদুল।
ঢাকা মেট্রো পায় ৮ রানের দারুণ এক জয়। ৩৫ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেও দল জেতাতে না পেরে খলনায়ক বনে গেছেন ফরহাদ রেজা।
Advertisement
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মেট্রো: ১৯.৫ ওভারে ১৬২/১০ (ইমরানউজ্জামান ২১, নাইম শেখ ৪৩. আনিসুল ইসলাম সুমন ১৫, শামসুর রহমান শুভ ২৭, গাজী তাহজিবুল ইসলাম ৩১, আবু হায়দার রনি ৫; মোহর শেখ ৩/৩৭ , নিহাদউজ্জামান ২/৩৩)
রাজশাহী: ২০ ওভারে ১৫৪/১০ (হাবিবুর রহমান সোহান ৩৩, সাব্বির হোসেন ০, প্রীতম কুমার ১৯, শেখ মেহরুব ১, শাকির শুভ্র ৫, গোলাম কিবরিয়া ১১, ফরহাদ রেজা ৬০; শহিদুল ৪/২৬, রাকিবুল ইসলাম ২/২৭, আবু হায়দার রনি ২/২৩)।
ফল: ঢাকা মেট্রো ৮ রানে জয়ী।
Advertisement
এআরবি/এমএমআর/জিকেএস