আইন-আদালত

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনতে ফের আবেদন

ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এগিয়ে আনতে আবারও আবেদন করেছেন ঢাকা থেকে আসা রবীন্দ্র ঘোষ নামের এক আইনজীবী। এর আগে গতকাল বুধবার এ মামলা নিয়ে তিনি তিনটি আবেদন করেছিলেন, আদালত যা খারিজ করে দেন।

Advertisement

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ আবেদন জমা দেন তিনি। রবীন্দ্র ঘোষণ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে নতুন করে আগাম শুনানির আবেদন করেছি।’

গতকাল বুধবার চিন্ময় কৃষ্ণ দাশের মামলা নিয়ে করা তিনটি আবেদন খারিজ করে দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম।

Advertisement

আরও পড়ুন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনার আবেদন নাকচ  চিন্ময় বহিষ্কৃত, তার কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন 

বুধবার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে আসা ওই আইনজীবী চিন্ময়ের মামলার নথি উপস্থাপন, জামিন শুনানির ধার্য তারিখ এগিয়ে আনা এবং আসামি কিংবা ফাইলিং ল’ইয়্যারের সম্মতি ছাড়াই আবেদনগুলো শুনানির জন্য আদালতের অনুমতি চেয়ে মোট তিনটি আবেদন করেন। যেহেতু ওই আইনজীবীর ওকালতনামা ছিল না, তাই আদালত ‘নট মেইনটেইনেবল’ বলে ওই আইনজীবীর তিন আবেদনই খারিজ করে দেন।

গত ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। এ মামলায় ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। ওইদিন তাকে কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। তার পক্ষে জামিন আবেদন করা হলেও আদালত তার জামিন নামঞ্জুর করেন।

পরে গত ৩ ডিসেম্বর ফের জামিন শুনানির দিন ধার্য থাকলেও ওইদিন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। যে কারণে আদালত জামিন শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেন।

এমডিআইএইচ/কেএসআর/জিকেএস

Advertisement