জাতীয়

পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা জরিমানা চসিকের

খাদ্যে ভেজাল, মেয়াদহীন পণ্য মজুত এবং ফুটপাত দখলের অভিযোগে দুই প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে ৭৯ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরীর জিইসি মোড় থেকে নাসিরাবাদ দুই নম্বর গেট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

আরও পড়ুন সব ওয়ার্ডে খেলার মাঠ করতে চায় চসিক সবুজ উদ্যান যেভাবে ইট-পাথরের জঞ্জালে ঠাসা

চসিক সূত্র জানিয়েছে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, মেয়াদহীন পণ্য মজুত এবং অপরিচ্ছন্ন কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণের অপরাধে জিইসি মোড়ের ক্যান্ডি কারখানাকে ৪০ হাজার ও ডিয়ারলি ফুড কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অন্যদিকে জিইসি মোড় থেকে ২ নম্বর গেট পর্যন্ত রাস্তার দুপাশের ফুটপাত থেকে প্রায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এসময় ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিন ব্যক্তিকে ১৯ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

Advertisement

এমডিআইএইচ/এমকেআর/জিকেএস