জাতীয়

মদিনা রুটে ফ্লাইট বাড়ালো বিমান

দেশের ওমরাহযাত্রীদের চাহিদার কথা বিবেচনায় ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে মদিনা রুটে সপ্তাহে একটি করে ফ্লাইট বাড়িয়েছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Advertisement

আগামী ২৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ থেকে মদিনা রুটে সপ্তাহে পাঁচটির জায়গায় ছয়টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

Advertisement

ওমরাহযাত্রীদের জন্য টিকিটের দাম কমালো বিমান ওমরাহযাত্রীদের জন্য বিমানের ফ্লাইট বাড়ানোর অনুরোধ ওমরাহকারীদের নতুন যে নির্দেশনা দিলো সৌদি আরব

ওই পোস্টে বলা হয়, এরই মধ্যে মদিনা রুটে বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য টিকিট উন্মুক্ত করা হয়েছে। যাত্রীরা বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসসহ বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট কিনতে পারবেন।

ফ্লাইটের সূচি ও টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) ভিজিট করতে বলা হয়েছে।

এমএমএ/এমকেআর

Advertisement