স্মরণীয় করে রাখার মতোই একটি দিন। ২০১২ সালের ১২ ডিসেম্বর। পুরো তারিখটি অংকে লিখলে দাঁড়ায় ১২-১২-১২। দিনটি একবার পার হয়ে গেলে পরেরবার এই সমীকরণে মেলাতে হলে অপেক্ষা করতে হবে ১০০ বছর।
Advertisement
ঠিক ১২ বছর আগে এই ম্যাজিক তারিখে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। আজ বৃহস্পতিবার তাদের যুগলবন্দি জীবনের এক যুগ পূর্ণ হলো। আজকের দিনটিও অংকে লিখলে বেশ চমৎকার দেখায়; ১২-১২-২৪।
১২তম বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন শিশির। তার লেখায় ফুটে উঠেছে সাকিবের প্রতি ভালোবাসার গভীরতা, অকুণ্ঠ সমর্থন ও একসঙ্গে জীবন পার করার দৃঢ় প্রতিজ্ঞা।
বিবাহবার্ষিকীর সংখ্যার সঙ্গে মিল রেখে নিজেদের ফেসবুকে পেইজে শিশির পোস্ট করেছেন ১২টা ১২ মিনিটে।
Advertisement
শিশির লিখেছেন, ‘আমি যখন এটা লিখছি তখন রাত ১২টা বেজে ১২ মিনিট! ১২ বছর আগে, ১২-১২-১২ তে আমরা আমাদের গল্প শুরু করেছিলাম। প্রথমবার দেখা হওয়া থেকে বিয়ের বন্ধন এবং সেখান থেকে সবচেয়ে সুন্দর পরিবার পাওয়া, আলহামদুলিল্লাহ। হাতে হাত রেখে আমরা এই পথ পাড়ি দিয়েছি, কাঁধে কাঁধ রেখে, হৃদয়ে হৃদয় রেখে। আজীবনের প্রতিশ্রুতি, আমরা প্রতিজ্ঞা করেছি কেউ কাউকে ছেড়ে যাব না কখনও।’
বাংলাদেশে সাকিব-শিশির জুটি অত্যন্ত জনপ্রিয়। সাকিবের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্রিকেটীয় জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা রকম পোস্ট করেছেন শিশির। কখনো কখনো সমালোচনার মুখে পড়েছেন। আবার কখনো সাকিব-ভক্তদের কাছ সমীহ আদায় করে নিয়েছেন।
সবচেয়ে বড় কথা- কঠিন দিনে সাকিবের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে ছিলেন শিশির। সাহস দিয়েছেন, যুক্তি যুগিয়েছেন। বর্তমানে ক্যারিয়ারের কঠিন সময়েও শিশিরকে পাশে পাচ্ছেন সাকিব।
উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির ঘরে এখন তিনটি সন্তানও রয়েছে।
Advertisement
এমএইচ/জেআইএম