আইন-আদালত

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় হাতে পাওয়ার এক মাসের মধ্যে নির্বাচন কমিশনকে আদালতের এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।

Advertisement

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ইমরুল কায়েস রানা।

রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তিনি জানান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) প্রতীকসহ নিবন্ধন প্রদানের জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন>>>ভোল পাল্টে জামায়াত হচ্ছে ‘বিডিপি’

এর আগে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ এই রায় দেন আদালত।

Advertisement

২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে নথিসহ আবেদনপত্র জমা দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তখন বিডিপিকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। গত ২০২৩ সালের ৪ এপ্রিল হুদা কমিশন দলটির আবেদন বাতিল করে। এর পর গত বছরের ২৫ মে পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন এবং আদালত গত বছরের ২৩ জুন রুল জারি করেন।

এফএইচ/এসআইটি/জেআইএম