সাভারের আশুলিয়ায় সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বেশ কিছু তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে অন্তত ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত আশুলিয়ায় অন্তত ১৪ কারখানার শ্রমিকরা কাজ না করে অবস্থান করছেন। এছাড়া চলমান অসন্তোষের জেরে অন্তত ১১ কারখানায় সাধারণ ছুটি রয়েছে।
শিল্প পুলিশ সূত্র জানিয়েছে, সকালে নরসিংহপুর এলাকার নীট এশিয়া লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, ডেকো ডিজাইন লিমিটেড, শারমীন ফ্যাশন, শারমীন অ্যাপারেলস, ইথিকাল গার্মেন্টস, আগামী ফ্যাশন, ক্রসওয়্যার, ফ্যাশন ফোরাম, মুন রেডিওয়্যার লিমিটেডসহ অন্তত ১৪ কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে কয়েকটি পোশাক কারখানা ছুটির ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়। এছাড়া নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার অ্যাপারেলা, ব্যান্ডো ডিজাইনসহ অন্তত ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রম আইনের ১৩ (১) ধারায় নাসা গ্রুপ, ট্রাউজার লাইন ও আল মুসলিমসহ ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আন্দোলন করলেও কর্মবিরতি পালন ছাড়া শিল্পাঞ্চলে কোন বিশৃঙ্খলা করেনি। পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
Advertisement
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, আজ ১৩ কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন, এরমধ্যে ১০ কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাকি ১২ কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।
মাহফুজুর রহমান নিপু/এএইচ/এএসএম