ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
Advertisement
এ বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
এর আগে ৪ ডিসেম্বর ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ও শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর পরবর্তী দিন ঠিক করেছেন আদালত। তারই ধারাবাহিকতায় আজ তাকে হাজির করা হয়।
Advertisement
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে শহীদদের নামে স্মৃতিফলক উন্মোচনএ বিষয়ে আবুল হাসানের আইনজীবী মোহাম্মদ আবুল হাসান ও নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী ১৫ ডিসেম্বর সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। একজন চিকিৎসক, প্রসিকিউশনের সদস্য ও আসামিপক্ষের একজন আইনজীবীর উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলা সূত্রে জানা যায়, ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এ পুলিশ কর্মকর্তা।
শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আবুল হাসান এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, গণহত্যার অভিযোগে গত ২০ নভেম্বর আরও একটি মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। সেখানেও তিনি আসামি।
Advertisement
এফএইচ/এমআরএম/এমএএইচ/জিকেএস