রাজনীতি

বিএনপি`ই বিশৃঙ্খলা করেছে : হাছান মাহমুদ

আদালতের কার্যক্রম ব্যাহতের উদ্দেশ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বুধবার আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঠিকানা ৭১’ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তি ও বিএনপি-জামাতের ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে মিছিলপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, শাস্তি হবে জেনেই গুন্ডা বাহিনী নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গিয়ে ছিলেন। এটা বিএনপি জামায়াতের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডেরই অংশ।হাছান মাহমুদ বলেন, তিনি যে বাংলাদেশের আইন, সংবিধান, আদালত কোন কিছুকেই তোয়াক্কা করেন না, বুধবারের ঘটনা আবারও তা প্রমান করেছে।তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যেভাবে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ছবি বিশ্বাসের উপরে হামলা করেছে তাতে আবারও প্রমাণ হয়েছে বিএনপি ৭১-এর পরাজিত শক্তিদের সঙ্গে জোট করে আমাদের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জামায়াত-শিবির ও জঙ্গিরা বিএনপির ব্যানারে গিয়ে আদালতে তান্ডব চালিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। ২০১৩ সালের পুরোটা জুড়ে তারা যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে দেশজুড়ে নাশকতা করেছিলো তারা গতকালও একই কায়দায় নাশকতা করার চেষ্টা করেছিলো।সংগঠনের সভাপতি অধ্যাপক ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে কৃষক লীগের সহ সভাপতি এমএকরিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement