বাজেট সহায়তার আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেবে। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা।
Advertisement
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে এডিবি-বাংলাদেশের মধ্যে ঋণচুক্তি হয়েছে।
স্ট্রেনদেনিং বাংলাদেশ ইনফ্রাস্টাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড অ্যাডিশনাল ফাইন্যান্সিং প্রকল্পের আওতায় এ স্বাক্ষরিত হয়।বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন:বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার দেবে এডিবিবাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার দেবে এডিবি প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়িতব্য অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সক্ষমতা বাড়ানোর জন্য এডিবি প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।
Advertisement
এ ঋণটি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স হিসেবে পাওয়া গেছে, যা ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণটির বার্ষিক সুদের হার ০ দশমিক ৫০ শতাংশ।
এমওএস/এমআরএম