অর্থনীতি

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জাপান চেম্বারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রাফি ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সভার আয়োজন করে।

Advertisement

জাপানের সঙ্গে চলমান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টকে (ইপিএ) কেন্দ্র করে জেবিসিসিআই’র অংশগ্রহণ এবং কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। এসময় সম্প্রতি জেবিসিসিআই’র প্রকাশিত ইপিএ প্রতিবেদন বাণিজ্য উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয়।

সভায় জেবিসিসিআই প্রতিনিধি দল ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আর্থিক রেগুলেশন, ব্যবসা পরিবেশ, কর নীতিসহ বিভিন্ন চ্যালেঞ্জ এবং এর থেকে উত্তরণের জন্য সুপারিশ প্রদান করে।

সুপারিশমালায় ইপিএ সম্পর্কিত কমিটি এবং কার্যক্রমে জেবিসিসিআই প্রতিনিধিত্ব অন্তর্ভুক্ত করা জটিল কর ব্যবস্থা পর্যালোচনা ও সরলীকরণ এবং অসঙ্গতি সমাধান করা, কর নীতি প্রশাসনিক পদ্ধতিতে স্ট্রিমলাইনিং এবং স্বচ্ছতা বৃদ্ধি, কাস্টমস ক্লিয়ারেন্স এবং ব্যবসা নিবন্ধন সহজ করা, ওয়ার্ক পারমিট এবং ভিসার জন্য সহজীকরণ মাপদণ্ড, সেই সঙ্গে নিরাপত্তা সহজতর করা, প্রবাসীদের জন্য ছাড়পত্র প্রক্রিয়া সহজ করা, ব্যবসা করা সহজ করার জন্য আর্থিক বিধি শিথিল করা, একটি স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার জন্য নীতির অসঙ্গতির সমাধান করা, দক্ষতা বাড়াতে সরকারি সংস্থার পুনর্গঠন, ট্রেড লাইসেন্সের নবায়নের মেয়াদ বাড়ানোর তাগিদ দেন।

Advertisement

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন জেবিসিসিআই প্রতিনিধি দলের কার্যক্রমকে স্বাগত জানান এবং আশ্বস্ত করেন সরকার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এসআরএস/জেডএইচ/