খেলাধুলা

স্বদেশি রুটকে পেছনে ফেলে ব্রুক এখন টেস্টে এক নম্বর

২৫ বছরের হ্যারি ব্রুকই কি এখন বিশ্বের সেরা ব্যাটার? জো রুট কদিন আগেই তাকে দিয়ে বসেছিলেন এই স্বীকৃতি। এবার আইসিসির স্বীকৃতিও পেলেন ব্রুক। সেটাও আবার সেই রুটকে পেছনে ফেলেই।

Advertisement

ওয়েলিংটন টেস্টে দুর্দান্ত পারফর্ম করে আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ব্রুক। টেস্টে দুই ইনিংসে ১২৩ এবং ৫৫ রানের ইনিংস খেলেন এই ব্যাটার, দলও পায় বড় জয়।

একই টেস্টে প্রথম ইনিংসে ৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৬ রান করেন রুট। তবে স্বদেশি ব্রুকের স্ঙেগ লড়াইয়ে পিছিয়ে পড়েছেন তিনি। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ব্রুকের পয়েন্ট ৮৯৮, রুটের ৮৯৭।

এদিকে টেস্টের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমার। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ছয় ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছেন হেড। গেবেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া ফিফটি হাঁকানো প্রোটিয়া অধিনায়ক বাভুমা তিন ধাপ এগিয়ে উঠেছেন সাতে। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এক ধাপ এগিয়ে উঠেছেন ছয় নম্বরে।

Advertisement

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন জাকের আলী। কিংস্টনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখা জাকের ২১ ধাপ এগিয়ে উঠেছেন ৬৩ নম্বরে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬২ নম্বরে। কিংস্টনে ৬৪ ও ৪৬ রান করা ওপেনার সাদমান এগিয়েছেন ২৩ ধাপ, উঠেছেন ৭৪ নম্বরে।

টেস্ট বোলিংয়ে এক নম্বর জায়গাটা ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরা। রবিচন্দ্রন অশ্বিনকে পাঁচে নামিয়ে চার নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন তাইজুল ইসলাম আর তাসকিন আহমেদ। তিন ধাপ এগিয়ে তাইজুল ২১ নম্বরে আর তাসকিন ৪৯ নম্বরে। হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে উঠেছেন ৫১ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা।

এমএমআর/জিকেএস

Advertisement