বিনোদন

প্রকাশ হলো সাথী খানের নতুন গানের ভিডিও

এ প্রজন্মের জনপ্রিয় ফোকশিল্পী সাথী খান। নতুন গান নিয়ে হাজির হয়েছেন তিনি। বাংলাএক্সপ্রেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গানচিত্রটি। এ গানের শিরোনাম ‘আমি বললে দোষ হয়ে যায়’।

Advertisement

এর ভিডিও নির্মাণ করেছেন ‘মেন্টাল’খ্যাত চলচ্চিত্র প্রযোজক সাইফুল আলম চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন মামুন আফনান রুমি। সংগীত পরিচালনা করেছেন এসডি সাগর ।

গানচিত্রটিতে মডেল হয়েছেন শাহরুখ খান এবং নীলিমা। শুটিং হয়েছে ঢাকার বসুন্ধরার তিনশ ফিট এলাকায়।

নতুন গান নিয়ে সাথী খান বলেন, ‘রুমি ভাইয়ের কথা ও সুরে করা গানটি আমার শ্রোতা-ভক্তদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পারভেজ ভাই মিউজিক ভিডিওটি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন। আশা করছি ভিডিওটিও দর্শকরা পছন্দ করবেন।’

Advertisement

এটি সাইফুল আলম চৌধুরী পরিচালিত চতুর্থ গানচিত্র। শিগগিরই তার লেখা, খায়রুল ওয়াসির সুর ও কণ্ঠে ‘ভালোবাসার কান্না’ শিরোনামের একটি গান আসতে যাচ্ছে। পাশাপাশি ‘তাসের ঘর’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণকাজও দ্রুত শুরু করবেন বলে জানান।

এলএ/এএসএম