দেশজুড়ে

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেলেন বাসচালকও

লক্ষ্মীপুরে গ্রীনলীফ ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বাসচালক মো. রুবেলেরও মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এর আগে ভোরে পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রুবেল গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এছাড়া বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে আবুল কালাম (২১) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়। এতে নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম আহত হন। আহতদেরকে নোয়াখালী হাসপাতালে পাঠান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

নিহত রুবেল রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের জমিদারহাট এলাকার চরসীতা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে ও দুর্ঘটনা কবলিত আল মদীনা বাসের চালক ছিলেন।

Advertisement

চরবাদাম ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মাঈন উদ্দিন বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রুবেল মারা গেছে। শুনেছি তার মরদেহ বাড়িতে নিয়ে এসেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিস্ফোরণের ঘটনায় আহত বাসচালক মারা গেছেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘটনার সময় গ্রীনলীফ সিএনজি ফিলিং স্টেশনে আল মদীনা নামের লোকাল বাসটি গ্যাস রিফিল করছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে বাসের গ্যাস সিলিন্ডার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে কালাম মারা যান। বিস্ফোরণের ঘটনায় ছুটোছুটি শুরু করেন আশপাশের লোকজন। পরে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের লোকজন নিহতের মরদেহ ও আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

কাজল কায়েস/এফএ/এএসএম

Advertisement