নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাস উল্টে নূর বানু (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জাগো নিউজকে বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে পোরশা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করেছিলো বাসটি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই নূর বানু মারা যান। আহত হয় বাসে থাকা আরও ৩ যাত্রী। স্থানীয়রা তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
তিনি আরও বলেন, গত ৩ দিন যাবত এ অঞ্চলের সব এলাকা ঘন কুয়াশায় ঢাকা। কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
আরমান হোসেন রুমন/এএইচ/জেআইএম