শীত ও কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঘন কুয়াশায় জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ।
Advertisement
বুধবার (১১ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারের তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি কম।
এদিকে দিনের অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকছে সূর্য। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এসময় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে যানবাহন হেড-লাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে।
সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার বাসিন্দা মো. রাজু আহমেদ বলেন, ঠাণ্ডায় অবস্থা খুব খারাপ। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়ে। রাতে ঘর থেকে বের হওয়া যায় না। এমন পরিস্থিতিতে ছোট বাচ্চাদের নিয়ে সমস্যায় রয়েছি।
Advertisement
ওই এলাকার কৃষিশ্রমিক আয়নাল মিয়া বলেন, যে শীত তার পরও বোরো বীজতলা তৈরি করছি। সকালে পানিতে নামায় যায় না। হাত পা বরফ হয়ে যায়।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। এ মাসের ১৫ তারিখের পর কমপক্ষে দুটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফজলুল করিম ফারাজী/এএইচ/এএসএম
Advertisement