ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা যেন আইসিসির আচরণবিধি মানতেই পারছেন না। কয়েক দিন পরপরই আইন ভেঙ্গে শাস্তি পাচ্ছেন তারা। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আক্রমণাত্মক আচরণ করে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার।
Advertisement
এবার বিধি ভঙ্গ করে জরিমানা গুনলেন আলজারি জোসেফ। অশ্লীল কথা বলায় ক্যারিবীয় পেসারকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামের পাশে।
জোসেফ অবশ্য বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি অশ্লীল শব্দ ব্যবহার করেননি। অপ্রত্যাশিত ঘটনাটি তিনি ঘটিয়েছেন চতুর্থ আম্পায়ারের সঙ্গে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্রাথওয়েটের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন জোসেফ। আম্পায়ার তাকে মাঠে নামতে নিষেধ করায় তিনি রেগে যান এবং মুখের নিয়ন্ত্রণ হারান।
Advertisement
মঙ্গলবার আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘ওয়েস্ট ইন্ডিজের বোলার আলজারি জোসেফকে আইসিসির আচরণবিধি লেভেল-১ লঙ্ঘনের দায়ে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। প্লেয়ার ও প্লেয়ার সাপোর্ট সংক্রান্ত অনুচ্ছেদ ২.৩ লঙ্ঘন করতে দেখা গেছে। যা ‘শ্রবণযোগ্য অশ্লীলতার ব্যবহার’ সম্পর্কিত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘জোসেফ অপরাধ স্বীকার করেছেন ও এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো কর্তৃক প্রস্তাবিত নিষেধাজ্ঞা গ্রহণ করেছেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।’
উল্লেখিত ধারায় কেউ অপরাধ করলে সর্বনিম্ন শাস্তি তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা ও ১-২টি ডিমেরিট পয়েন্ট। গেল ২৪ মাসে এই প্রথম আইসিসির শাস্তি পেলেন জোসেফ।
এমএইচ/এএসএম
Advertisement