আইন-আদালত

ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের সংবাদ সম্মেলন আজ

ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের সংবাদ সম্মেলন আজ
 

প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করবেন মানবাধিকারবিষয়ক ব্রিটিশ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।

Advertisement

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি এ সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।

আরও পড়ুন:

জুলাই গণহত্যার বিচার করে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশগণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবেসংস্কার শেষ পর্যায়ে, গণহত্যায় অভিযুক্তদের বিচার হবে নান্দনিক ভবনে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছিল, সে সময় অভিযুক্তদের পক্ষের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তবে সেই সময় তাকে আটকে দেওয়া হয়েছিল।

Advertisement

এরপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ এ আইনজীবী। ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

এফএইচ/এসএনআর/জেআইএম