বিনোদন

কে হচ্ছেন আইটেম গার্ল

কে হচ্ছেন আইটেম গার্ল

দুই অভিনেত্রীকে একফ্রেমে এভাবে হাসতে দেখা যাবে, নাকি ঝগড়া করতে? সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ নতুন বছরে মুক্তি পাচ্ছে নতুন এক সিনেমা। তাতে দেখা যাবে দুই বাংলার দুই অভিনেত্রী মধুমিতা সরকার ও পরিমণিকে। তাদের একজন অবশ্য আইটেম গার্ল। কিন্তু কে?

Advertisement

‘ফেলুবক্সী’ মুক্তি পাচ্ছে। কলকাতায় নির্মিত ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের পরিমণি, ভারতের যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায় ও গোয়েন্দা চরিত্রে সোহম চক্রবর্তী। বানিয়েছেন পরিচালক দেবরাজ সিং।

ফেলুবক্সী ব্যতিক্রম চরিত্রের এক গোয়েন্দা। ডাকসাইটে এই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এ ধরনের চরিত্রে সোহমকে প্রথমবার দেখবেন দর্শক। তবে ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে না।

ভারতীয় সংবাদমাধ্যমকে নির্মাতা বলেছেন, ‘ফেলুবক্সী চরিত্রটা আমার খুব পছন্দের। সে একজন সুপারহিরো, বুদ্ধিমান, সাহসী। একইসঙ্গে সে ভোজনরসিক। সবমিলিয়ে ফেলুবক্সী অন্য গোয়েন্দাদের থেকে ব্যতিক্রম।’

Advertisement

আরও পড়ুন:

পুজায় প্রচার, আসছে পরীমনির কলকাতার সিনেমা প্রথম অনুভূতি, প্রথম স্মৃতিতে যুক্ত হচ্ছে নতুন কিছু

ছবিটির গল্প আবর্তিত হবে মুখোপাধ্যায় বাড়ির লোকজনকে ঘিরে। অনিমেষ মুখোপাধ্যায় তার একমাত্র ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব দেন ফেলুবক্সীকে। ফেলুবক্সী তার সহকারী দেবযানীকে নিয়ে শুরু করেন তদন্ত। আরও তিনটি খুনের পর তারা বুঝতে পারেন, শুধু পারিবারিক কলহ নয়, এসব খুনের পেছনে রয়েছে অনেক বড় চক্র।

একদিকে মুখোপাধ্যায় বাবুর ছেলের বউয়ের অসহায়ত্ব, অন্য দিকে মেঘনাদ চট্টোপাধ্যায়; বিশ্বখ্যাত ব্যবসায়ী, যাকে মুখোপাধ্যায় বাড়ির লোকজনের আশপাশে দেখা যায়। ফেলুবক্সী এবং দেবযানীকে এই পরিবার ঘিরে ঘনীভূত হওয়া রহস্যের সমাধান করতে দেখা যাবে।

ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শতফ ফিগার, সুমন্ত মুখোপাধ্যায়, মেঘমল্লার, দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা সরকার প্রমুখ। জানা গেছে, নতুন বছরের ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘ফেলুবক্সী’। ভারতীয় একটি সূত্র জানিয়েছে, এই ছবিতে আইটেম গার্ল হিসেবে পাওয়া যাবে মধুমিতা সরকারকে।

Advertisement

আরএমডি/এমএস