জাতীয়

হাওর রক্ষা করতে হবে, মিঠামইন সড়কটা বদলাতে হবে

হাওর রক্ষা করতে হবে, মিঠামইন সড়কটা বদলাতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, রোমান্টিক মনে ইটনা মিঠামইনের যে সড়কটা হলো, এটা করা কি ঠিক হয়েছে? হাওর রক্ষা করতে হবে, মিঠামইন সড়কটা বদলাতে হবে। সিলেটের মানুষ আমাকে অনুরোধ করেছে অন্তত পানি চলাচলের ব্যবস্থা করা হোক। এই সড়কটা ঠিক করতে হবে। আমরা সড়ক মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।

Advertisement

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় হাওর সংলাপ ২০২৪’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক), এএলআরডি ও বেলা।

উপদেষ্টা বলেন, দেশের হাওরে অনেক প্রজাতির মাছ আছে। কিন্তু হাওরের সঙ্গে গবাদিপশু যুক্ত। পশু, পাখি, হাঁস-মুরগি হাওরের ওপর নির্ভরশীল। এই প্রাণিসম্পদের কোনো একটা ছাড়াও আমরা চলতে পারবো না। হাওর যেভাবেই হোক রক্ষা করতে হবে। হাওর রক্ষায় ব্যর্থ হলে এই মন্ত্রণালয়ের কোনো দরকার নেই।

আরও পড়ুন

Advertisement

ডেইরি খাতে বিদেশি নির্ভরতা কমাতে চাই: ফরিদা আখতার

উপদেষ্টা আরও বলেন, হাওরে যেমন প্রাণিসম্পদ আছে, ধানও আছে। একটা সময় হাওরের অনেক প্রজাতির ধান ছিল, এখন সেগুলো নেই। এখন হাওরে হাইব্রিড লাগানো হচ্ছে, ফলে এর জন্য কীটনাশক ব্যবহার করে প্রাণিসম্পদ নষ্ট হচ্ছে। মেশিন দিয়ে ফসল কাটা হচ্ছে। এই মেশিন হাওরের নামার ফলে মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কৃষি উপদেষ্টাকে জানিয়েছে, হাওরের ধানে যেন কীটনাশক না দেয়। মা-মাছ রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আমি মনে করি, হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত। মানুষের জীবন ও জীবিকা নষ্ট করে ইজার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেসব এলাকায় সমস্যা, আমাদের জানাবেন প্লিজ। আমরা সেখানে যাবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকার হাওর রক্ষা আন্দোলনের কর্মী।

আরএএস/এসআইটি/এমএস

Advertisement