স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পদত্যাগের আবেদনের পর তার চুক্তি বাতিল করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Advertisement
আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ পাচ্ছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, আবদুল মোমেনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
আরও পড়ুন সিনিয়র সচিব মোমেনের পদত্যাগ, হচ্ছেন দুদক চেয়ারম্যান দুদক চেয়ারম্যান-কমিশনার নিয়োগে বাছাই কমিটি দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপনগত ৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন আবদুল মোমেন। সোমবার (৯ ডিসেম্বর) তার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
Advertisement
যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে আবদুল মোমেনকে ওএসডি করে আওয়ামী লীগ সরকার। পরে ২০১৩ সালের ৬ জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে দুই বছরের চুক্তিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাকে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বও দেওয়া হয়।
আরএমএম/এমএএইচ/এএসএম
Advertisement